ইনলাইন সিএসএস টিউটোরিয়াল [ পর্ব-২ ]



সিএসএস এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম এর আগের পর্বে আমরা সি এস এস এর প্রাথমিক ধারনা দিয়েছিলাম এই পর্বে আমরা সিএসএস কোড লিখবো এবং সেটা এইচটিএমএল এ প্রয়োগ করবো তো শুরু করা যাক আজকের পর্ব ।


এইচটিএমএল এলিমেন্টে style এট্রিবিউট দিয়ে সিএসএস রুল লেখা যায় এটাই ইনলাইন সিএসএস। এর আগে এইচটিএমএল টিউটোরিয়ালে বেশ কয়েক জায়গায় ইনলাইন সিএসএস ব্যবহার করেছি। খুব প্রয়োজন না হলে ইনলাইন সিএসএস লেখা উচিৎ নয়। মুলত সবসময় এক্সটার্নাল সিএসএস ই্ ব্যবহার করা উচিৎ।

 যেহেতু এলিমেন্টের ভিতরেই সিএসএস লেখা হয় তাই ইনলাইন সিএসএস এর জন্য সিলেক্টর প্রয়োজন হয়না।
 যেমন



1.<h2 style="background-color: #f00; color: #fff;">A new background and
2.font color with inline CSS</h2>

Output

A new background and font color with inline CSS




এখানে একটা পার্থক্য হচ্ছে কোন সিলেক্টর দিতে হয়না আর curly braces (দ্বিতীয় বন্ধনী) ও নেই।

** সেমিকোলন (;) দিয়ে প্রতিটি লাইন আলাদা রাখতে হবে যেমন আমি দুটি লাইন আলাদা করেছি। এভাবে যত ইচ্ছা প্রোপার্টি লিখতে পারেন।

তো আজকের মত এই পর্যন্ত ই থাক পরবর্তী টিউটোরিয়াল এ আপনাদের আরও কিছু সিএসএস নিয়ে আলোচনা করবো ।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment