জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়াল এ আপনাকে স্বাগতম । আজ থেকে আমরা ধারাবাহিক ভাবে জাভাস্ক্রিপ্ট এর টিউটোরিয়াল দেয়ার চেষ্টা করবো । যারা সি প্রোগ্রামিং জানেন তাদের জন্য এটি একদম পানির মত সহজ মনে হবে । তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব ।
জাভাস্ক্রিপ্ট কি ?
জাভা এবং জাভা স্ক্রিপ্ট কি এক জিনিস?
** Javascript এর অনেক কিছু বিশেষ করে syntax গুলি JAVA থেকে ধার করা তবে জাভাস্ক্রিপ্ট শিখতে JAVA বা কোন ল্যাংগুয়েজ আগে থেকে জানার প্রয়োজন নেই।
** জাভাস্ক্রিপ্ট মুলত ৩টি জিনিস নিয়ে তৈরী
১. ECMAScript (এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মুল অংশ বা core functionality)
২. DOM (Document Object Model - ওয়েব পেজের কনটেন্টের সাথে কাজ করে) এবং
৩. BOM (Browser Object Model - ব্রাউজারের সাথে কাজ করে) জাভাস্ত্রিপ্ট এর সাহায্যে একটা HTML পেজে নানান ধরনের ইফেক্ট বা আকর্ষণীয় জিনিস তৈরী করা যায় এছাড়া ফর্ম ভেলিডেশন এবং এজাক্সের কাজও করা যায়।
বহুল পরিচিত কাজের মধ্যে আছে
- ঘরি
- Mouse Trailers ( site ব্রাউজ এর সময় মাউস এ সৃষ্ট এনিমেশন)
- ড্রপডাউন মেনু
- Alert মেসেজ
- পপআপ উইন্ডো
- ফর্ম ভেলিডেশন
- স্লাইড শো
- চলন্ত খবর
- আরও অনেক...
0 comments:
Post a Comment