ব্যাকলিংক কি ? ব্যাকলিংক এর প্রকারভেদ !!


বিডি ওয়েব ডেভেলপিং এর সিও টিউটোরিয়াল এ আপনাকে স্বাগতম ! আজকে আমরা সিও এর বেশ ইম্পরট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হোল ব্যাক লিংক যারা সিও করতে চান বা সিও এর নাম সুনেছেন তারা হইতো এই নাম তিও সুনেছেন যাই হোক আমাদের পোস্ট শুরু করা যাক ।

 

যারা ওয়েব সাইট বা ব্লগ থেকে অনলাইনের মাধ্যমে টাকা আয় করতে চান তাদের জন্য প্রথম শর্ত হলো ভিজিটর। আর ভিজিটর আনার জন্য প্রথম শর্ত হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে ভাল অবস্থানে থাকতে হলে প্রয়োজন ব্যাকলিংক এখানে ব্যাকলিংক বললে ভুল বলে হবে বলতে হবে কোয়ালিটি ব্যাকলিংকস।


ব্যাকলিংকস কি?

ব্যাকলিংকস হল আপনার সাইটের একটি লিংক যা অন্য কোন সাইটে প্রকাশ করা হবে অর্থাৎ অন্য সাইটে প্রকাশিত আপনার লিংককেই ব্যাকলিংক বলা হয়। ব্যাকলিংক হচ্ছে একটি ওয়েব সাইটের পেজ র‍্যাংক বাড়ানোর মূল হাতিয়ার।

কোয়ালিটি ব্যাকলিংক কি ?

কোয়ালিটি ব্যাকলিংক হচ্ছে একটি সম্পর্কিত ব্যাকলিংক অর্থাৎ আপনি যদি স্বাস্থ্য সম্পর্কে ব্লগ তৈরি করে থাকেন তবে স্বাস্থ্য সম্পর্কিত কোন সাইটে প্রকাশিত লিঙ্ককেই কোয়ালিটি ব্যাকলিংক বলা হয়ে থাকে । ১০০ টি সাধারন ব্যাকলিংক যে পরিমান কাজ করবে ১ টি কোয়ালিটি ব্যাকলিংক সেই পরিমান কাজ করে থাকে । অনেকেই না বুঝে যেন তেন সাইটে ব্যাকলিংক দিতে থাকেন এতে করে তার ব্যাকলিংক এর পাহাড় গড়ে উঠে ঠিকই কিন্তু সার্চ ইঞ্জিন সাইটটিকে স্পাম তালিকাভুক্ত সাইটের তালিকায় ফেলে দেয় এতে নিজের অজান্তে সাইট ক্ষতিগ্রস্থ হয়। তাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরির দিকে মনোযোগ দিন । প্রকারভেদের দিক থেকে ব্যাকলিংক সাধারণত দুই প্রকার । নিম্নে দেওয়া হল-
  • ১, ডু-ফলো ব্যাকলিংক
  • ২ নো-ফলো ব্যাকলিংক
ডু-ফলো ব্যাকলিংক এবং নো-ফলো ব্যাকলিংক সন্মন্ধে পড়ে আলোচনা করা হবে । তবে প্রাথমিক অবস্থায় মনে রাখুন ডু-ফলো ব্যাকলিংক সবচেয়ে কার্যকরী।

ব্যাকলিংক সফটওয়্যার  

আজকাল অনেকেই এধরনের সফটওয়্যার ব্যাবহার করে থাকেন তার সাইটের ব্যাকলিংক বৃদ্ধি করার জন্য। আকিস্মিত বা এধরনের অনের স্পাম কমেন্ট নিয়ন্ত্রনকারী সফটওয়্যার সহজেই তা ধরে ফেলে এবং আপনার লিঙ্কটি এবং আইপি থেকে যখন বার বার তার রোবট স্পাম কমেন্ট ধরে ফেলবে তখন আপনার লিংকটিকে এবং আইপিকে স্পাম লিংকে তালিকাভুক্ত করবে। তাই সতর্ক থাকুন।

বিভিন্ন ওয়েবমাষ্টারদের সাথে রিলেশন তৈরি করুন, ফোরামে সক্রিয় ভূমিকা পালন করুন, আরটিক্যাল মার্কেটিং এ লিংক তৈরি করুন এবং সম্পর্কিত সাইটে মন্তব্য করুন এতে করে আপনি স্থায়ী ভাবে এসইও এর সুফল পাবেন।

বিশেষ দ্রস্টব্য  

স্পামিং ব্লাক হাট এসইও এসব থেকে একদম বিরত থাকুন। একবার যদি স্পামিং লিস্ট এ আপনার সাইট বা ব্লগ টি চলে যায় তাহলে সেখান থেকে বের করে আনা অনেক কষ্ট সাদ্ধ্য হয়ে পরবে । ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট নিয়ে আমরা পরের কোন টিউটোরিয়াল এ আলোচনা করবো ।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে ব্যাকলিংক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । সার্চ ইঞ্জিন এলগরিদমে ব্যাকলিংককে অন্য সাইটের রিকোমেন্ডেশনরূপে দেখা হয় । গুগলের ওয়েব পেজ র‍্যাংক নিণর্য় করা হয় ব্যাকলিংককে হিসাব করেই । সুতরাং ব্যাকলিংক ব্যবস্থাপনার মাধ্যমে একটি ওয়েবসাইট গুগল, বিং, ইয়াহু ও অন্য সার্চ ইঞ্জিনের কাছে জনপ্রিয় হয়ে উঠে ।

আজকের মত এই পর্যন্ত ই থাক পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি ।

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

7 comments:

  1. প্রতিদিন তথ্য প্রযুক্তি ও অনলাইন ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ বিজ্ঞান ও প্রযুক্তি

    ReplyDelete
  2. Hello!

    My name is Abdul, an affiliate program manager for InstaForex Group.
    We would like to offer you the affiliate program cooperation that allows you getting $15-53 from every standard market lot of your customer. If you are interested, please contact me and I will provide the details.

    InstaForex provides all the partners with the following opportunities:
     
    SUB-IB Program - attract the partners and get the commissions from attracted by them clients;
    the widest range of promotional materials;
    free content for your web-site;
    advanced referral link statistics in your Partner Cabinet;
    free ready-made website for your convenience;
    coupon bonuses to encourage traders;
    the campaign - "$500 Affiliate Reward!";
    the gifts to partners: raffle of the mobile gadgets (iPad, iPhone, Blackberry, or Samsung Galaxy Tab);
    wide choice of payment systems for account replenishment and funds withdrawal;
    the support and the individual approach to every partner.

    Become an affiliate right now and get the informational materials for your web-site with the integrated affiliate link!

    Looking forward to hear you soon. Please reach me through skype id Abdul IFX or email partners@mail4.instaforex.com. We will be glad to establish mutually advantageous cooperation with you.
    Thank you.

    ReplyDelete
  3. শুভেচ্ছা,

    আমার নাম আব্দুল, ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনারশিপ প্রোগ্রামে যোগদান করার জন্য। পার্টনারশিপ প্রোগ্রামে যোগদান করলে গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। কোনো বিনিয়োগ ছাড়া আপনি অর্থ উপার্জন করতে পারেন।

    এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে ।

    আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    http://instaforex.com
    partners@mail4.instaforex.com
    Facebook: Abdul IFX (https://www.facebook.com/profile.php?id=100014828887900)
    Yahoo: Abdul IFX
    Twitter: Abdul_IFX (https://www.facebook.com/abdul.ifx.5)

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. শুভেচ্ছা,

    আমার নাম আব্দুল, ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনারশিপ প্রোগ্রামে যোগদান করার জন্য। পার্টনারশিপ প্রোগ্রামে যোগদান করলে গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। কোনো বিনিয়োগ ছাড়া আপনি অর্থ উপার্জন করতে পারেন।

    এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে ।

    আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete
  6. খুব সুন্দর ও গুছিয়ে লিখেছেন ����
    এ বিষয়ে যদি কেউ প্যক্টকেলি বুজতে চান তাহলে নিচের পোস্ট পড়তে পারেন।

    Link:ব্যাকলিংক কি?

    ReplyDelete