পেজ র‍্যাঙ্কিং কি এবং কিভাবে পেজ র‍্যাঙ্ক চেক করবেন ?


বিডি ওয়েব ডেভেলপার এর সিও টিউটোরিয়াল এ আপনাকে স্বাগতম আজকে আমরা পেজ এর র‍্যাঙ্ক নিয়ে আলোচনা করবো ।  

পেজ র‍্যাঙ্ক কি ?
 
যার মাধ্যমে গুগল কোন একটি ওয়েব সাইট এর প্রতিটি পেজ এর গুরুত্ব পরিমাপ করে থাকে তাই হচ্ছে পেজ র‌্যাঙ্ক। গুগল সার্চ ইঞ্জিন এ আমরা যখন সার্চ করি তখন সেখানে জেই সার্চ রেজাল্ট দেখতে পারি তার অনেকটাও এই পেজ র‌্যাঙ্ক এর উপর এবং কিছু অন্যান্য বিষয় এর উপর নির্ভর করে থাকে ।

 পেজ র‌্যাঙ্ক এর উদ্ভাবন করেন গুগল এর জনক ল্যারি পেজ এবং সারজে ব্রিন । এই পেজ র‌্যাঙ্ক বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে থাকে যার মধ্যে ব্যাকলিঙ্ক , কি ওয়ার্ড ডেনসিটি এমনি কিছু অন্য বিষয় এর উপর ।

 গুগুল ধরে নেয় যে যখন একটি সাইট অপর একটি সাইটের লিঙ্ক নিজের মধ্যে স্থাপন করে তখন সেটি প্রকৃতপক্ষে অপর সাইটিকে একটি ভোট দিল। তাই আপনার সাইটের জন্য যত বেশি ভোট থাকবে তত বেশি সেটির গুরুত্ব গুগুলে কাছে বৃদ্ধি পাবে।

 এছাড়াও গুগুল অন্যান্য যেসব সাইট আপনার সাইটটিকে লিঙ্ক করে থাকে তাদের নিজস্ব প্রাপ্ত ভোটকেও গুরুত্ব দিয়ে থাকে। তাই অন্যান্য সাইট যেগুলো আপনার সাইটটিকে লিঙ্ক করেছে বা ভোট দিয়েছে তাদের নিজের প্রাপ্ত ভোট যদি বেশি হয়, তবে গুগুলের দৃষ্টিতে আপনার সাইটের গুরুত্ব ততই বৃদ্ধি পাবে এবং আপনার পেজ র‌্যাঙ্ক বৃদ্ধি পাবে ।

এখানে একটা বিষয় আপনি যে সাইট থেকে ভোট পেলেন অব্যশই সেই সাথে ভাল পেইজ রেংক থাকতে হবে। আপনি যত ভাল পেইজ রেংক সাইট থেকে লিংক পাবেন আপনার পেইজ রেংক এর জন্য ততই ভাল। আরও গুগুল প্রতি ৩ মাস পর পেইজ রেংক আপডেট করে।

কিভাবে একটি সাইট এর পেজ র‍্যাঙ্ক দেখবেন ?

পেজ র‍্যাঙ্ক দেখার জন্য অনলাইন এ অনেক সাইট রয়েছে আমি এখানে একটি লিংক দিচ্ছি । লিংক এ যাওয়ার পর আপনি আপনার সাইট এর লিংক বক্স এর মধ্য লিখবেন



তারপর চেক এ ক্লিক করলে আপনাকে কেপচা পূরণ করতে বলবে  কেপচা পরুন করলেই আপনি আপনার পেজ এর র‍্যাঙ্ক দেখতে পারবেন ।


**যে কোন ওয়েবসাইটের পেইজ রেংক চেক করতে পেইজ রেংক ক্লিক করুন। আর এই পেইজরেংক আপডেট কিভাবে কাজ করে তা দেখার জন্য ইউটিউব ভিডিও দেখুন।  


**এছাড়া আপনারা গুগল এর সিও টুলস ইউজ করতে পারেন সেটা একটা অ্যাড অন্স এটা ইন্সটল করে নিলে আপনি যেকোনো ওয়েবসাইট এর র‍্যাঙ্ক দেখতে পারবেন খুব দ্রুত ।পরবর্তী কোন টিউটোরিয়াল এ আমরা এই বেপারে বিস্তারিত জানাবো ।  


 আজকের টিউটোরিয়াল শুধু পেজ র‍্যাঙ্কিং এর ওপরেই ছিল তাই আজ এখানেই শেষ করছি পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রল রইলো ।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment